রাজধানীতে দুর্ঘটনায় তিন বাইক আরোহীর প্রাণহানি

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | ৩:৩৬ অপরাহ্ণ | 16 বার

রাজধানীতে দুর্ঘটনায় তিন বাইক আরোহীর প্রাণহানি

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর প্রাণহানি হয়েছে। ওরা একে অপরের বন্ধু। রাতে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ।

নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। এদের মধ্যে জজ মিয়া একটি প্রিন্টিং প্রেসে চাকরি করেন, আল আমিন দুগ্ধ খামারে চাকরি করেন এবং মেহেদী হাসান চালের ব্যবসা করেন।

এই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সালাউদ্দিন জানান, ওরা একে অপরের বন্ধু। ঘুরতে বের হয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Development by: visionbd24.com