রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

শনিবার, ০২ মার্চ ২০১৯ | ১১:৩১ পূর্বাহ্ণ | 367 বার

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ও যাত্রাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- বিল্লাল (৩৪)।

দারুস সালাম থানার ওসি সেলিম-উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিল্লাল গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়িচাপায় তিনি আহত হন।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিল্লালকে মৃত বলে ঘোষণা করেন। বিল্লাল বসুমতি পরিবহনের লাইনম্যানের কাজ করতেন। এদিকে যাত্রাবাড়ীতে চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

Development by: visionbd24.com