রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শিশু মেলা ডিসি অফিসসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও শাকিব (২৯)।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতব্বর জানান, দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মারা যান।
মুমূর্ষু অবস্থায় শাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক মনির হোসেনকে (৩৫) আটক করা হয়েছে বলেও জানান এসআই।
Development by: visionbd24.com