রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ১১:৪৩ পূর্বাহ্ণ | 587 বার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার শনির আখড়ার জিয়া সরণিতে ট্রাকচাপার ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হারুন অর রশিদ (৪২) ও আবুল বাশার (৩২)। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে জিয়া সরণি রোডে ট্রাক থেকে ইট মালিক হারুন অর রশিদের ইট নামাচ্ছিলেন শ্রমিকরা। তখন পিছন থেকে আর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান হারুন। আহত অবস্থায় শ্রমিক বাশারকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত বাশারের বাবার নাম রাকেজ হাওলাদার। তিনি ঢাকা ম্যাচ এলাকায় থাকতেন। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

Development by: visionbd24.com