রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

শনিবার, ০৯ মার্চ ২০১৯ | ১১:৩৭ পূর্বাহ্ণ | 435 বার

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আজ ভোরে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত সকালে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ছয়টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা কাজ শুরু করেন।

ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। সকাল ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেনি উদ্ধারকারীরা।

Development by: visionbd24.com