রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

বুধবার, ১৩ মার্চ ২০১৯ | ২:২৫ অপরাহ্ণ | 449 বার

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর মিরপুরের মধ্য মনিপুরে সড়ক দুর্ঘটনায় কাজী অনিক (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে মধ্য মনিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

এরপর সকাল সাড়ে ১১ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাজী অনিকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। কাজী অনিক মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা মজিবর রহমান ইতালি প্রবাসী।

জানা গেছে, সকালে বাসার সামনে গেলে যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় অনিক। তবে কোন যানবাহনের ধাক্কায় অনিকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। কাজী অনিকের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Development by: visionbd24.com