‘রাজনীতি’ নিয়ে কলকাতার চলচ্চিত্র উৎবসে অপু!

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪:৫৪ অপরাহ্ণ | 392 বার

‘রাজনীতি’ নিয়ে কলকাতার চলচ্চিত্র উৎবসে অপু!

ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। সফল ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন দর্শকনন্দিত অনেক সিনেমা। মাঝে সংসার জীবন নিয়ে জটিলতার কারণে বিরতিতে ছিলেন। তবে এখন আবার নতুন গতিতে চলছেন তিনি। নিয়মিত সিনেমায় অভিনয় করছেন, বিভিন্ন অনুষ্ঠান, কনসার্টে অংশ নিচ্ছেন।

ব্যস্ততার ফাঁকেই তিনি উড়াল দিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায়। সেখানে তিনি অংশ নিচ্ছেন ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ। বাংলাদেশের সিনেমা নিয়ে কলকাতার এই উৎসব দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি প্রদর্শিত হবে। তাই আয়োজকদের আমন্ত্রণে তিনি সেখানে গেছেন। গত ১৫ ফেব্রুয়ারি, শুক্রবার কলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রের দুই নম্বর প্রেক্ষাগৃহে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই উৎসব চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Development by: visionbd24.com