নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পর্শে অটো চার্জার চালক আব্দুর রাজ্জাক (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আব্দুর রাজ্জাক প্রতিদিনের ন্যায় অটো চার্জার বৃহস্পতিবার রাতে নির্ধারিত একটি ঘরে চার্জে দিয়ে বাড়িতে চলে যান।
শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে চার্জার নেওয়ার জন্য এসে চার্জারের প্লাগ খুলতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পর্শ হয়ে ছিটকে পড়ে যান তিনি।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আব্দুর রাজ্জাক উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের সাহেবউল্লাহ শাহ’র ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Development by: visionbd24.com