রাসায়নিক কারখানা সরাতে সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ২:৪৯ অপরাহ্ণ | 394 বার

রাসায়নিক কারখানা সরাতে সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে সিটি করপোরেশনের মেয়রকে সহযোগিতা করা হবে।

আজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে সিটি করপোরেশন কাজ করছে। মেয়র মহোদয় সহযোগিতা চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

নতুন করে কয়েকটি কারখানার লাইসেন্স নবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কামাল বলেন, এটা মেয়র মহোদয়ের ফাংশন। তিনি এ ব্যাপারে কাজ করছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার পর চকবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৭০ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

Development by: visionbd24.com