‘রায়ে সরকারের কারসাজি রয়েছে, দাবি রিজভীর’

মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ | ২:১৬ অপরাহ্ণ | 529 বার

‘রায়ে সরকারের কারসাজি রয়েছে, দাবি রিজভীর’

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনে হাইকোর্ট যে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন তাতে ‘সরকারের কারসাজি’ রয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে রায়-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এটা সুস্পষ্ট যে এর পেছনে সরকার কলকাঠি নাড়ছে, তা নাহলে দ্বিধাবিভক্ত রায় কেন? এতে সরকারের কারসাজি রয়েছে। রুহুল কবির রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দেশের যেকোনো জায়গা থেকে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা নির্বাচন করবেন, খালেদা জিয়া যে ভোট পাবেন, শেখ হাসিনা তার এক-তৃতীয়াংশ ভোটও পাবে না। তাই তাকে (খালেদা জিয়া) নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের এই কৌশল।’

রিজভী বলেন, ‘এখনও বিষয়টি (খালেদার নির্বাচনে অংশগ্রহণ) বিচারাধীন, দেখি শেষ অবস্থা কোথায় যায়।’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয়ে গুজব, অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য দেশের জনপ্রিয় মিডিয়াগুলোর নামে ফেক ওয়েবসাইট খোলা হয়েছে। বিবিসি বাংলা, প্রথম আলো, বাংলা ট্রিবিউনসহ বেশ কিছু বহুল পঠিত অনলাইনগুলোর নামে এই ভুয়া ওয়েবসাইট খোলা হয়েছে।’

Development by: visionbd24.com