রিটার্নিং অফিসাররা সৎ মায়ের ভূমিকায়: রিজভী

মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ | ২:৩০ অপরাহ্ণ | 551 বার

রিটার্নিং অফিসাররা সৎ মায়ের ভূমিকায়: রিজভী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসাররা সৎ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে রিটার্নিং অফিসাররা বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছেন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিটার্নিং অফিসারদের ডেকে এনে বৈঠক করে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী বিএনপিসহ বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র গণহারে বাতিল করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশন, শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি ও জনমনে শঙ্কা ও হতাশার সৃষ্টি হয়েছে।

Development by: visionbd24.com