আজ ৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮তম জন্ম এবং ৮৬তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরই এদিন সারাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। নারীর ক্ষমতায়নে বিভিন্নভাবে অবদান রাখায় দেওয়া হয় রোকেয়া পদক।
নারীর ক্ষমতায়নে বিভিন্নভাবে অবদান রাখায় এ বছরও বেগম রোকেয়া পদক পেলেন পাঁচ নারী। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক-২০১৮ প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করেন। অনুষ্ঠানটি প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এ বছরে বেগম রোকেয়া পুরস্কার পেলেন- সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনন্নেসা তালুকদার, প্রফেসর জোগরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরনোত্তর) ও রোকেয়া বেগম। পদকপ্রাপ্তদের প্রত্যেককে ২৫ গ্রাম স্বর্ণের পদক, একটি সার্টিফিকেট ও দুই লাখ করে টাকা দেওয়া হয়।
Development by: visionbd24.com