রোকেয়া হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বুধবার, ১৩ মার্চ ২০১৯ | ১১:০৬ পূর্বাহ্ণ | 553 বার

রোকেয়া হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলে ঘটে যাওয়া অনিয়মের অভিযোগ এনে হল প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন ছাত্রীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিক থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

তারা প্রভোস্টের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
হল সূত্রে জানা গেছে, রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদার পদত্যাগ ও নতুন করে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আন্দোলন করছে হলের মেয়েরা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্যান্য সব সংগঠনের প্রার্থীদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে।

মাস্টার্সের ছাত্রী মুনিরা গণমাধ্যমকে বলেন, আমাদের একটাই দাবি প্রভোস্ট ম্যামের পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

ফারহানা ফেরদৌসী বলেন, ‘মেয়েরা প্রভোস্টের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে। এছাড়া রেজাল্ট তাদের মনঃপূত না হওয়ায় পুনরায় ভোটের দাবি তুলছে। ’

উল্লেখ্য, গত ১১ মার্চ ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোট কেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাংকে ফাঁকা ব্যালট পেপার উদ্ধার করাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। এমনকি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় ফের ভোট শুরু হয়।

Development by: visionbd24.com