রোহিঙ্গাদের সহায়তায় ৫০ মিলিয়ন ডলার দেয়ার বিশ্বব্যাংক। এ অর্থ চারটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের সেবায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে ওই চার সংস্থার সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করে স্বাস্থ্যমন্ত্রণালয়।
ইউএনএফওপি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইওএম এই চার সংস্থা রোহিঙ্গাদের সেবাদান করবে। বিশ্বব্যাংক যে ৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা রোহিঙ্গাদের জন্য সরকারকে দিচ্ছে তারমধ্যে ৩৫ বিলিয়ন ওই চার সংস্থা ব্যয় করবে আর বাকি ১৫ মিলিয়ন রোহিঙ্গাদের জন্য বিভিন্ন খাতের মাধ্যমে ব্যয় করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন না করা যায় ততদিন এভাবে অর্থ সহায়তা দিয়েই সেবা দিতে হবে। তিনি আরো বলেন, এনজিওগুলো যাতে এই অর্থের যথাযথ ব্যবহার করে সে আশা প্রকাশ করেন।
Development by: visionbd24.com