রোহিঙ্গারা দ্রুত মিয়ানমারে ফিরতে চায়: ইয়াংহি লি

সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | ১০:৩০ অপরাহ্ণ | 683 বার

রোহিঙ্গারা দ্রুত মিয়ানমারে ফিরতে চায়: ইয়াংহি লি

মিয়ানমারে এখনো রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হয়নি। এমন উদ্ধুদ্ধকর পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। ইয়াংহি লির সঙ্গে মতবিনিময় শেষে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ইয়াংহি লি তাদের কাছ থেকে এই মুহূর্তে কি সমস্যা রয়েছে তা জানতে চাইলে তারা বসবাস, পড়ালেখা, স্বাস্থ্য এবং খাবার সমস্যার কথা তুলে ধরেন।

জাতিসংঘের এই বিশেষ দূত শনিবার থাইল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছান। তিনি মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য সোমবার কক্সবাজার সফরে যান।

এ সময় রোহিঙ্গারা ইয়াংহি লিকে আরও বলেন, তারা দ্রুত মিয়ানমারে ফিরতে চায়। তবে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ পরিবেশ এবং জননিরাপত্তা জোর করতে হবে। প্রতি উত্তরে ইয়াংহি লি তাদের বলেছেন, মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এছাড়াও তাদের সব কথা জাতিসংঘে উপস্থাপন করবেন বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেন।

Development by: visionbd24.com