রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত : পররাষ্ট্রমন্ত্রী

বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৮:৩৭ অপরাহ্ণ | 424 বার

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোনেম। সেখানে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি ও জাতিসংঘ মহিসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পর্যাপ্ত রোহিঙ্গার জন্য সীমান্ত খোলা রেখেছিলাম— নতুন করে আর নিতে চাই না তাই সীমান্ত বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য অন্য দেশগুলোর সীমান্ত খুলে দেয়ার বিষয়টি বিবেচনা করা ভালো। অ্যাঞ্জেলিনা জোলির প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (জোলি) বিশ্বের ‘অন্যতম কণ্ঠস্বর’ তাকে (জোলি) বলা হয়েছে, বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায়। বাংলাদেশ চায়, রোহিঙ্গারা নিরাপদে তাদের নিজের জায়গা রাখাইনে চলে যাক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়া যাচ্ছে মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরু হয়েছে সেখান থেকে রোহিঙ্গা মুসলিম ছাড়াও বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রাণভয়ে পালাচ্ছেন, তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে –এ মন্তব্য করেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। একই সঙ্গে নিজ বাসভূম রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি মিয়ানমারের প্রতি আহ্বান জানান। বৈঠক শেষে ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি অ্যাঞ্জেলিনা জোলি সন্তোষ প্রকাশ করেছেন।

Development by: visionbd24.com