রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অনাগ্রহ স্পষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯ | ৪:১০ অপরাহ্ণ | 615 বার

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অনাগ্রহ স্পষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অনাগ্রহের বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সঙ্কট সমাধানে পশ্চিমা বিশ্ব ও মুসলিম বিশ্বকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান আন্তর্জাতিক বিশ্লেষকদের। দেশের এই সংকটে সত্যিকারের বন্ধু চেনার আসল সময় বলেও মন্তব্য তাদের।

১১ লাখ রোহিঙ্গার দায়িত্ব এখন বাংলাদেশের কাঁধে। দেশি-বিদেশি নানা তৎপরতার পরও তাদের ফিরিয়ে নিতে বরাবরই উদাসীন মিয়ানমার। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রীও। সংকটের সময় সত্যিকারের বন্ধু চেনা যায় মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা বিবেচনা করেই কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘মিয়ানমারে যে পরিবেশ থাকার কথা ছিল তা তৈরি হয়নি এখনো। আমরা নতুন করে চিন্তাভাবনা করবো, তবে আমরা আশাবাদী।’ রোহিঙ্গাদের ফেরাতে চীন ও রাশিয়া উপযুক্ত সহযোগিতা না করায় পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর দারস্থ হবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের ভূমিকা শক্তিশালী হলে এক্ষেত্রে অগ্রগতি সম্ভব বলে মনে করছেন তারা।

Development by: visionbd24.com