রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে অস্থিতিশীলতা বাড়বে : পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:৪০ অপরাহ্ণ | 536 বার

রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে অস্থিতিশীলতা বাড়বে : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে- এটি কেবল মিয়ানামার ও বাংলাদেশের নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হতে পারে—বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে-এর সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফলশ্রুতিতে এটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হতে পারে।

একে আব্দুল মোমেন বলেন, রাখাইনে এখনও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে এখনও সেখান থেকে বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা করা দরকার সব করা হবে।

Development by: visionbd24.com