লক্ষ্মীপুরে গৃহবধূসহ নিহত ২

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৪:৪৫ অপরাহ্ণ | 474 বার

লক্ষ্মীপুরে গৃহবধূসহ নিহত ২

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ও গাছ কাটার রশি ছিঁড়ে পৃথক দুটি ঘটনায় গৃহবধূসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার মজু চৌধুরীহাট ও মান্দারিবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার চররমনী গ্রামের দরবার শরিফ এলাকার সুমি আক্তার ও পূর্ব মান্দারি গ্রামের এনায়েত উল্যা মাস্টারবাড়ির মো. শাহজাহান।

নিহতের স্বজনরা জানান, উপজেলার মজু চৌধুরী হাট সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জয়দল বন্ধসী ও তার স্ত্রী সুমি আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মান্দারিবাজারে গাছকাটার রশি ছিঁড়ে মো. শাহজাহান নামে এক পথচারী গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

Development by: visionbd24.com