লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ৪:০৮ অপরাহ্ণ | 651 বার

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

 

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় মোঃ খোকন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর-ঢাকা-রায়পুর সড়কের পাশ দিয়ে খোকন হেঁটে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। অটোরিকশা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Development by: visionbd24.com