লটারির ফাঁদ, সতর্ক করলো বিটিসিএল

সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮ | ২:০৬ অপরাহ্ণ | 672 বার

লটারির ফাঁদ, সতর্ক করলো বিটিসিএল

দেশের বিভিন্ন স্থানে টেলিফোনে কল করে লটারিতে গাড়ি-বাড়ি ও ফ্ল্যাটসহ মূল্যবান পুরস্কার জেতার খবর দিয়ে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের হাত থেকে সাবধান থাকতে সতর্ক করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

আজ সোমবার সংস্থাটির জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানিয়েছেন, সম্প্রতি চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় বিটিসিএলের টেলিফোনে কল করে লটারিতে গাড়ি অথবা অন্য কোনও মূল্যবান পুরস্কার জিতেছেন বলে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।

এর মাধ্যমে এক বা একাধিক চক্র টাকা হাতিয়ে নেয়ারও চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিটিসিএলের পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক করে আরও বলা হয়, গ্রাহকদের এ ধরনের লটারি জেতার মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সতর্কতার সাথে বিষয়টি এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এনপিবি/এস

Development by: visionbd24.com