লালবাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | ৩:১০ অপরাহ্ণ | 127 বার

লালবাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজধানীর লালবাগ থানা আওয়ামী লীগ এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের বিপরীতে হাজী আব্দুল আলিম মাঠে শীতবস্ত্র বিতরণ পূববর্তী আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ এর সভাপতি ডা মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি বলেন, ‘আমি আপনাদের লালবাগের সন্তান। আমি টাকা পয়সার চিন্তা করি নাই। আমি চিন্তা করেছি বাংলার মানুষের, আমি চিন্তা করেছি লালবাগ, চকবাজার, কতোয়ালীর মানুষের জন্য। যেকোনো পরিস্থিতিতে যেখানেই থাকি না কেন, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের সঙ্গে থেকেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নির্দেশমতো আমরা কাজ করবো। যতদিন থাকবে বাংলাদেশ, শেখ হাসিনার রাজনীতিতে বাংলাদেশের মানুষ পথ হারাবে না। এটা আমার বিশ্বাস। এটা আমার অভিজ্ঞতা।’

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ’র সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ’র সদস্য জসিম উদ্দিন খান প্রমুখ।

Development by: visionbd24.com