লালমনিরহাট সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের লালমনিরহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Development by: visionbd24.com