সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার দফতরে শপথ পড়ান। এইচ এম এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে রংপুর-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে ৩ জানুয়ারি এরশাদ ছাড়া জাতীয় পার্টির নির্বাচিত ২১ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি ২২টি আসন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে।
Development by: visionbd24.com