একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা জাতীয় সংসদে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ১১টা ১৫ মিনিটে শেরে বাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাদের শপথ বাক্য পাঠ করান।
সংবিধান অনুযায়ী প্রথমে সংসদ সদস্য হিসেবে স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ নেন। পরে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ বিজয়ী প্রার্থীরা শপথ নেন।
এর আগে মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে একাদশ জাতীয় নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।
Development by: visionbd24.com