রাজধানীর প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপদে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে নগরবাসী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর কমিশনার (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এসময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ রবিবার রাজধানীর তেজগাঁও সরকারি কলেজে স্থাপিত ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, স্বতঃস্ফুর্তভাবে নগরবাসী ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়ে নিজ গন্তব্যে ফিরে গেছেন।
তিনি আরও বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর পর ১০০টির বেশি ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছি। নগরীর প্রতিটি কেন্দ্রে নগরবাসী নির্ভয়ে, শান্তিপূর্ণ পরিবেশে ও স্বতঃস্ফুর্তভাবে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোথাও কোনো সমস্যা হয়নি।
Development by: visionbd24.com