শাহেনশাহ’র ফার্স্টলুকে মারমুখি শাকিব!

মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯ | ১২:৫৩ অপরাহ্ণ | 754 বার

শাহেনশাহ’র ফার্স্টলুকে মারমুখি শাকিব!

কথা ছিলো ৯ মার্চ প্রকাশ্যে আসবে ‘শাহেনশাহ’র দ্বিতীয় গান, কিংবা পোস্টার। কিন্তু সেই কথাও রাখেননি নির্মাতা শামীম আহমেদ রনি। তবে দুই দিন পর অর্থাৎ ১১ মার্চ প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার। এই পোস্টারে কেবল দেখা দিয়েছেন শাকিব খান। মারমুখি ভঙ্গিতে তেড়ে আসছেন তিনি। বোঝাই যাচ্ছে, ‘শাহেনশাহ’ সিনেমায় শাকিবকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে।

অনেক দিন ধরেই সিনেমাটি রয়েছে আলোচনায়। তবে এতো দিন পর্যন্ত সিনেমাটির টিজার ও একটি গান ছাড়া প্রকাশ্যে আসেনি কিছুই।

‘শাহেনশাহ’র পোস্টার প্রকাশ হওয়ার পর থেকে এটি দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্টারটি নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া শাকিব খান, শামীম আহমেদ রনি-সহ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীদের ফেসবুকে পোস্টেও ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শাহেনশাহ’। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত।

Development by: visionbd24.com