শাহেনশাহ ছবির প্রথম ঝলকে রীতিমতো ঝলকানি! (ভিডিও)

শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯ | ১০:০০ পূর্বাহ্ণ | 1975 বার

শাহেনশাহ ছবির প্রথম ঝলকে রীতিমতো ঝলকানি! (ভিডিও)

নতুন বছর শুরু অথচ বাংলা ছবির সময়ের সবচেয়ে বড় সুপারস্টারের ছবি থাকবে না, তা কি হয়। তাইতো আগমনী বার্তা নিয়ে ফ্রেবুয়ারিতে মুক্তি পেতে যাওয়া শাহেনশাহ ছবির প্রথম ঝলক নিয়ে হাজির হয়ে রীতিমতো ঝলকানি দেখালেন দুই বাংলার সুপারস্টার নায়ক বাংলার কিং খান খ্যাত শাকিব খান।

গতকাল শুক্রবার একটু বিলম্বে শাহেনশাহ ছবির টিজার ইউটিউবে উন্মুক্ত করা হলেও সিনেমাপ্রেমী সাদরে গ্রহণ করেছেন এটি। কমেন্টে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, অনেকেই যেটুকু আশা করেছিলেন তার চেয়েও বেশি পেয়েছেন বলে মন্তব্য করেছেন। শাকিব ভক্তরা শাহেনশাহ ছবির টিজারে সন্তুষ্ট তারা এখন ছবিটির মুক্তির অপেক্ষায়।

আগামী ১৫ ফেব্রুয়ারি মহাসমোরোহে দেশব্যাপী ছবিটি মুক্তি পাবে। এর আগে অবশ্য ছবিটির শুটিংয়ের স্থিরচিত্র দিয়ে দর্শকদের নজর কাড়েন নির্মাতা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। লায়লা ও প্রিয়া দুটি চরিত্রে দেখা যাবে ছবির দুই নায়িকাকে।

পরিচালক জানান, এটি একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এই ছবিটি মুক্তির পর আশা করি আমাদের শাকিব খানও দর্শকদের কাছে শাহেনশাহ হয়ে উঠবেন। ছবিটিতে ঢাকাই চলচ্চিত্রের বেশ ক’জন নামকরা অভিনেতা অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছেন, তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জল, মিশা সওদাগর ও আহমেদ শরিফ। আরও রয়েছেন অনুভব মাহবুব, লিটন হাসমিসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাহেনশাহ’র ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।

Development by: visionbd24.com