শাহ আমানতে ‘গাঁজা’ ভরা তোশকসহ দুবাইগামী যাত্রী আটক

সোমবার, ১৮ মার্চ ২০১৯ | ১০:৩১ পূর্বাহ্ণ | 185 বার

শাহ আমানতে ‘গাঁজা’ ভরা তোশকসহ দুবাইগামী যাত্রী আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী ‘গাঁজা’ ভরা তোশকসহ এক যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা করেছিলেন তিনি। সোমবার (১৮ মার্চ) সকালে তল্লাশির সময় গাঁজা পাওয়া যায়।

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সারওয়ার-ই-আলম বলেন, ফ্লাই দুবাইয়ের ওই যাত্রীর কাছ থেকে ‘গাঁজা’ ভরা লেপ-তোশক জব্দ করা হয়েছে। ১০-১৫ কেজি গাঁজা ভরে তোশকটি তৈরি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার।

Development by: visionbd24.com