শিক্ষককে ‘পুলিশের মারধর’, থানায় ইটপাটকেল শিক্ষার্থীদের

বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯ | ৪:৫৪ অপরাহ্ণ | 649 বার

শিক্ষককে ‘পুলিশের মারধর’, থানায় ইটপাটকেল শিক্ষার্থীদের

ময়মনসিংহে এক কলেজ শিক্ষককে পুলিশের মারধরের অভিযোগে কোতয়ালী থানা ও ২ নং পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল ছুঁড়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় কয়েকজন ৫ পুলিশ সদস্য ও ৯ শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে এ ঘটনায় রাবার বুলেট ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক। তার নাম শেখ মো. শরিফুল আলম।

তিনি বলেন, ‘সকালে নগরীর মাসকান্দার বাসা থেকে কলেজে আসার পথে জিলা স্কুল মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা আমার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ নিয়ে অটোচালকের সঙ্গে আমার বাকবিত-া চলাকালে কিছুটা যানজট হয়। সেখানে একজন ট্রাফিক পুলিশ সদস্য আমাকে ধাক্কা দেন।’

‘আমি শিক্ষক পরিচয় দিয়ে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে আরও কয়েকজন পুলিশ সদস্য আমাকে মারধর করে ২নং পুলিশ ফাঁড়িতে নিয়ে সেখানেও গালমন্দ করেন। পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আমাকে ছাড়িয়ে নিয়ে আসেন।’

Development by: visionbd24.com