বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (৩৩) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাঁচ জোয়াইর এলাকার বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের আক্তারুজ্জামান জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Development by: visionbd24.com