শিরোপা জিততে মেসি যে বিসর্জন দিতে চেয়েছিলেন

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | ১১:০২ পূর্বাহ্ণ | 16 বার

শিরোপা জিততে মেসি যে বিসর্জন দিতে চেয়েছিলেন

কদিন আগেই নিজের জীবনকে সিনেমার সঙ্গে তুলনা করেছিলেন লিওনেল মেসি। সিনেমায় যেমন বিভিন্ন সময়ের উত্থান-পতনের পর শেষটা হয় আনন্দের, তেমনি বিশ্বকাপ জয়ী মেসির ক্যারিয়ারে পড়েছে তারই প্রতিচ্ছবি।

ফুটবল ক্যারিয়ারে মুড়ি-মুড়কির মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার রেকর্ড ৭ বার জিতেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। তবে জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে না পারায় সবকিছু অর্থহীন মনে হচ্ছিল মেসির কাছে। ক্লাবের হয়ে সবকিছু জেতা মেসির জাতীয় দলের ট্রফি ক্যাবিনেট ছিল প্রায় শূন্য। তাইতো নিজের সব ব্যালন ডি’অর দিয়ে হলেও আর্জেন্টিনাকে একটি শিরোপা উপহার দিতে চেয়েছিলেন মেসি। ফুটবল ওয়েবসাইট গোলকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেন, ‘সে তার সব ব্যালন ডি’অরের বিনিময়ে হলেও একটি কোপা আমেরিকা জিততে চেয়েছিল। ব্রাজিল থেকে আর্জেন্টিনায় ফেরার সময় ট্রফি হাতে নিয়ে তাকে এই কথা বলতে শুনেছি আমি। তিনি বলেছিলেন, এই সেই শিরোপা যেটা আমি আমার পুরো ফুটবল ক্যারিয়ারে চেয়েছিলাম।’

ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে বিশ্বকাপ জয়ের পর মেসি জানিয়েছিলেন, ফুটবলের কাছে আর কিছুই চাওয়ার নেই তাঁর। ফ্রান্সের বিপক্ষে কাতারের লুসাইল স্টেডিয়ামের সেই ম্যাচে পূর্ণতা পেয়েছে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ক্যারিয়ার।

Development by: visionbd24.com