প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। গাজীপুরের মেঘ বাড়িতে চলছে এই বনভোজন। গতকাল বুধবার সকাল ১১টার পর থেকে আসতে শুরু করেছে নায়ক-নায়িকারা। এসেছেন বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের নায়ক সোহেল রানা।
বেলা বাড়ার সাথে সাথে আসতে থাকেন অন্যান্য শিল্পীরা। এসেছেন ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, আমিন খান, মিলন, রীনা খান, নিরব, অমৃতা খানসহ আরো অনেকে। বনভোজনে বাড়তি আনন্দ যোগ করতে আয়োজন করা হয়েছে বিভিন্ন খেলার। বনভোজন উপলক্ষে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সংস্কৃতি অনুষ্ঠান।
Development by: visionbd24.com