প্রতিবারের মত এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। তবে যোগ দিচ্ছেন না সুপারস্টার শাকিব খান।
এবারের বনভোজনের জায়গা নির্ধারিত হয়েছে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে। বুধবার (৩০ জানুয়ারি) তারকাদের এই হাট বসবে। ঢাকায় থাকলেও শুটিং এর ব্যস্ততার কারণে শাকিবের আসা হচ্ছে না এই বনভোজনে। জানা গেছে, ‘শাহেনশাহ’ ছবির কাজ চলছে বলেই নাকি শাকিব আসতে পারছেন না।
তবে সমিতির দুই কর্তা জায়েদ খান ও মিশা সওদাগর জানান, ‘শাকিব খানসহ সমিতির সব শিল্পীদের দাওয়াত দেয়া হয়েছে। এখন দেখার পালা কে কে যাবেন। আমরা তো সবাইকেই আশা করছি।’ জানা গেছে, এবারের আয়োজনেও বেশ কয়েকজন চলচ্চিত্র শিল্পীকে সম্মাননা জানানো হবে।
এদিকে শিল্পী সমিতির পিকনিকে অতিথি আপ্যায়নের জন্য এরইমধ্যে দুটি গরু উপহার দিয়েছেন অভিনেতা-প্রযোজক মানোয়ার হোসেন ডিপজল।
Development by: visionbd24.com