শুক্রবার আমবায়ানের মধ্যদিয়ে শুরু বিশ্ব ইজতেমা

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:০৪ অপরাহ্ণ | 632 বার

শুক্রবার আমবায়ানের মধ্যদিয়ে শুরু বিশ্ব ইজতেমা

রাজধানীর টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল-শুক্রবার ফজর নামাজের পর আমবায়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে ৫৪তম বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। এরইমধ্যে মুসল্লিরা ময়দানে অবস্থান নিতে শুরু করেছেন। আর ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মুসল্লিদের পদচারণায় মুখরিত টঙ্গীর ইজতেমা ময়দান। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমা, কিন্তু আগেই মুসল্লিরা হাজির হতে শুরু করেছেন তুরাগ তীরে। আসছেন বিদেশি মুসল্লিরাও। এরইমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে প্রশাসন। মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আকাশ, নৌ, স্থলপথে নজরদারি ছাড়াও ইজতেমায় প্রবেশের প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরাপত্তায় থাকছে ১৬ হাজার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। মাঠের ভেতর যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এবার দেশের জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমায় দুইবার হচ্ছে আখেরী মোনাজাত। জোবায়ের পন্থী ওলামা মাশায়েখ ও সাদপন্থী ওয়াসেকুল ইসলামের দুইগ্রুপের সমঝোতার ভিত্তিতে এবার ৪ দিনের বিশ্ব ইজতেমায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০টি শর্ত নিয়ে প্রথম দুই দিন জোবায়ের অনুসারী এবং পরের দুই দিন ওয়াসেকুল ইসলামের অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন।

Development by: visionbd24.com