কুমিল্লার হোমনায় দোকান থেকে শ্যাম্পু কিনে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে অভিযুক্ত স্থানীয় পোস্ট মাস্টার ও পল্লী চিকিৎসক সুভাস চন্দ্র দাসকে আটক করে হোমনা থানা পুলিশ।
মেয়েটি স্থানীয় দুলালপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট। অভিযুক্ত সুভাস এর আগেও একবার মেয়েটিকে ধর্ষণ করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. সাইফুর রহমান আজাদ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত সুভাষ দুলালপুর বাজারে ওষুধের ব্যবসার পাশাপাশি দুলালপুর সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার হিসাবে কর্মরত। তিনি দুলালপুর-চন্ডিপুর গ্রামের মৃত রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে। তার স্ত্রী উপজলোর দুলালপুর চন্দ্রমনি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। শিশুটি ওই দিন দুপুরে বাজার থেকে শ্যাম্পু কিনে তার দোকানের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে দোকানের ভেতরে ডেকে নিয়ে জোরর্পূবক তাকে ধর্ষণ করে।
Development by: visionbd24.com