সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ থানার ওসি ক্লোজড

সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯ | ১১:২৫ পূর্বাহ্ণ | 679 বার

সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ থানার ওসি ক্লোজড

আসামি ধরতে গিয়ে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে গার্মেন্ট শ্রমিক নিহতের ঘটনার তথ্য গোপন এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ । তিনি গণমাধ্যমেকে বলেন, ‘প্রশাসনিক ব্যর্থতার কারণে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ’

এসপি মোহাম্মদ হারুন অর রশীদ জানান, শনিবার পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন– অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ অঞ্চল) খোরশেদ আলম, জেলা পুলিশের বিশেষ শাখার ওসি (ডিআইওয়ান) সরাফত উল্লাহ। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Development by: visionbd24.com