সংবিধানের ১৬ আনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি : ড. কামাল

মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ | ১১:৩৬ পূর্বাহ্ণ | 448 বার

সংবিধানের ১৬ আনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি : ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মালিক জনগণ। নির্ভেজাল গণতন্ত্র বাস্তবায়ন করে দেশের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে হবে। স্বাধীনতার ৪৮ বছরে সংবিধানের ১৬ আনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে ঘুষ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সংগঠিত হয়ে সব কিছু অর্জন করতে হবে। গণতন্ত্র সুসংগঠিত করতে ইলেকশন হয়, কিন্তু নির্ভেজাল ইলেকশন পাচ্ছি না বলেও মন্তব্য করেন ড. কামাল। তিনি আরো বলেন, দেশে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের সুষম বন্টন করতে হবে।

Development by: visionbd24.com