সংরক্ষিত নারী এমপিদের শপথ গ্রহণ

বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:৫৯ অপরাহ্ণ | 404 বার

সংরক্ষিত নারী এমপিদের শপথ গ্রহণ

শপথ নিলেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৪৯ সংসদ সদস্য (এমপি)। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুরুতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা এমপিরা শপথ নেন। এরপর শপথ নেন বিরোধী দল জাতীয় পার্টির চার সংরক্ষিত এমপি। পরে ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন নারী এমপি শপথ নেন।

এর আগে শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ১০টার আগেই শেরে বাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে উপস্থিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ নবনির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যরা। গত ১৭ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংরক্ষিত আসনের মহিলা এমপির গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে এমপিদের স্পিকারের কাছে শপথ নেওয়ার বাধ্যবাধকতা ছিল।

Development by: visionbd24.com