সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯ | ৪:০৮ অপরাহ্ণ | 445 বার

সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ এই দলটি। এর ফলে টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর থেকে শপথ নেন নবনির্বাচিত সাংসদরা। শপথের পর সংসদ ভবনেই সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে।

নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৯ সালে নবম সংসদ, ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালেও তিনি সংসদ নেতা ছিলেন।

Development by: visionbd24.com