সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯ | ১২:১৮ অপরাহ্ণ | 583 বার

সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন আওয়ামী লীগ সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

Development by: visionbd24.com