সদরঘাটে নৌকাডুবি : এক নারীর মরদেহ উদ্ধার

শুক্রবার, ০৮ মার্চ ২০১৯ | ১২:১৪ অপরাহ্ণ | 467 বার

সদরঘাটে নৌকাডুবি : এক নারীর মরদেহ উদ্ধার

সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শাহিদা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ শিকদার গণমাধ্যমকে জানান, বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শাহজালালের স্ত্রী শাহিদা বেগমের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নৌকাডুবির এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন, শাহজালালের মেয়ে মিম (৮), মেয়ে মাহী (৬), শাহজালালের ভাগনি জামশেদা বেগম (২০), ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাদের ছয় মাসের মেয়ে মাহি।

Development by: visionbd24.com