সন্ত্রাসবাদ দমনে কাজ করে যাচ্ছে পুলিশ : আইজিপি

রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯ | ৭:২৯ অপরাহ্ণ | 493 বার

সন্ত্রাসবাদ দমনে কাজ করে যাচ্ছে পুলিশ : আইজিপি

শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার (২৭ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩৬তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ২০১৮ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, ‘সন্ত্রাসবাদ হ্রাস সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়ন পুলিশের আন্তরিক প্রচেষ্টার নিদর্শন। তিনি সদ্য প্রশিক্ষপ্রাপ্ত সাব ইন্সপেক্টর সদস্যদের অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং পদক বিতরণ করেন।’

আইজিপি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাস দমন, মাদকের অপব্যবহার বিস্তার রোধে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘পুলিশের প্রাত্যহিক কাজের পরিসরে সাইবার ক্রাইম রোধে ফিন্যান্সিয়াল ক্রাইম নিয়ন্ত্রণ, কলাকৌশল প্রয়োগ এবং প্রযুক্তি ও লজিস্টিক ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হচ্ছে।’police

Development by: visionbd24.com