সন্ত্রাসবাদ দমন সূচকে উন্নতি বাংলাদেশের

শনিবার, ১২ জানুয়ারি ২০১৯ | ১০:১১ পূর্বাহ্ণ | 555 বার

সন্ত্রাসবাদ দমন সূচকে উন্নতি বাংলাদেশের

বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন সূচকে চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার অবস্থা গেলবারের চেয়ে খারাপ হলেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার উন্নতি হয়েছে এ সূচকে। অন্যদিকে, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের অবস্থার আরো অবনমন ঘটেছে।
অস্ট্রেলিয়া-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ দমন সূচকে ১০ এর মধ্যে ৫ দশমিক ছয়-নয় পয়েন্ট নিয়ে এবার চার ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। যেখানে গত বছর ২১তম অবস্থানে ছিল বাংলাদেশ।
৯ দশমিক সাত-চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাক। অর্থাৎ বিশ্বের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ মধ্যপ্রাচ্যের এ দেশটি। প্রতিবেদনটিতে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য বৈশ্বিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে এক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশে সহিংস চরমপন্থা দমনের পদক্ষেপগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

Development by: visionbd24.com