সব ব্যাংকেই বিশেষ নিরীক্ষা ব্যবস্থা চালুর পরামর্শ অর্থমন্ত্রীর

বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:১৪ অপরাহ্ণ | 650 বার

সব ব্যাংকেই বিশেষ নিরীক্ষা ব্যবস্থা চালুর পরামর্শ অর্থমন্ত্রীর

ঋণ বিতরণে স্বচ্ছতা আনতে সব ব্যাংকেই বিশেষ নিরীক্ষা ব্যবস্থা চালু করা হবে— এতে করে ব্যাংকাররা আরো নির্ভার হতে পারবেন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সকালে রাষ্ট্রায়াত্ত্ব রুপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এ কথা বলেন তিনি।

খেলাপি ঋণ একটি অপরাধ— যারা ইচ্ছাকৃতভাবে এ অপরাধ করেছে এবং এ অপরাধে যারা সহায়তা করেছে তাদের কাউকেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। দীর্ঘ বক্তৃতায় খেলাপি ঋণের লাগাম টেনে ধরার ওপর গুরত্ব আরোপ করে যারা ফেরত না দেয়ার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেইসব খেলাপিদের কড়া হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী।

Development by: visionbd24.com