সরকারকে পদত্যাগ করতে রিজভীর হুঁশিয়ারি

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ | ২:৪১ অপরাহ্ণ | 578 বার

সরকারকে পদত্যাগ করতে রিজভীর হুঁশিয়ারি

দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। না হয় পরিণতি হবে ভয়াবহ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
এসময় রিজভী বলেন, ‘দ্রুত নিজে পদত্যাগ করে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এবং জনগণ তাদের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ।’
রিজভী আরো বলেন, ‘আওয়ামী লীগের সত্ত্বা ও স্বরূপ মিথ্যা দর্শনের ওপর প্রতিষ্ঠিত। একদিকে দেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করছে, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করছে। অপরদিকে সুশাসনের কথা বলছে সরকার।’

Development by: visionbd24.com