‘সরকারী সংস্থাগুলো নিরপেক্ষভাবে কাজ করছে না’

শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ | ১:৪১ অপরাহ্ণ | 540 বার

‘সরকারী সংস্থাগুলো নিরপেক্ষভাবে কাজ করছে না’

‘একাদশ জাতীয় নির্বাচনে সরকারী সংস্থাগুলো নিরপেক্ষভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরং তারা সরকারের ইচ্ছেমত আওয়ামী লীগের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট করছে। এটা সকল প্রকার রীতিনীতি বিরোধী’।

শনিবার দ্বিতীয় দিনের মত বগুড়া সদর উপজেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালান ফখরুল। পরে বগুড়ার উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাংবাদিক সাথে মত বিনিময় করেন তিনি। এসময় বিএনপি মহাসচিব বলেন, আমাদের আস্থা জনগণের ওপর রয়েছে। জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে ধানের র্শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নির্বাচন কমিশনের ওপর আমাদের কোনো আস্থা নেই বলেও উল্লেখ করেন তিনি।

Development by: visionbd24.com