‘সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক’

শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯ | ৪:১৮ অপরাহ্ণ | 725 বার

‘সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক’

বর্তমান সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে আরো আলোচনা হবে। এখানে একটু জটিলতা আছে। এজন্য সবার একটু সহযোগিতা ও ত্যাগ করতে হবে।

শনিবার তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, টেলিভিশনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে। ইতোমধ্যে এটি আলোচনায় এসেছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুঁইফোঁড় অনলাইন চিহ্নিত করা হচ্ছে।

Development by: visionbd24.com