সরকার মানুষের সর্বজনীন স্বাস্থ্য নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী

শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮ | ৯:০৬ অপরাহ্ণ | 581 বার

সরকার মানুষের সর্বজনীন স্বাস্থ্য নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী

বাংলাদেশের আপামর জনসাধারণের সর্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে তাঁর সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সে প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগীসহ সকলকে একযোগে কাজ করারও আহবান জানিয়েছেন।

আগামীকাল (০১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১ডিসেম্বর ‘বিশ্ব এইডস দিবস – ২০১৮’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এইচআইভি পরীক্ষা করুন; নিজেকে জানুন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মনে করেন। শেখ হাসিনা এ দিবস পালনের জন্য ‘সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। সূত্র : বাসস

এনপিবি/এস

Development by: visionbd24.com