সাভারে গণধর্ষণের অভিযোগে আটক ২

রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯ | ১১:১৯ পূর্বাহ্ণ | 641 বার

সাভারে গণধর্ষণের অভিযোগে আটক ২

রাজধানীর অদূরে সাভারে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার কাউন্দিয়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আলামিন (২২) ও রায়হান (২৫)। তাদের বাড়ি ওই এলাকাতেই।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় বলেন, কয়েকদিন আগে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে গণধর্ষণ করা হয়। পরে ওই নারী কয়েকজনকে আসামি করে মামলা করেন। সেই মামলাতেই গতকাল রাতে দুজনকে আটক করা হয়েছে। আজ তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

গৃহবধূ স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন বলেও জানান এসআই। এদিকে গতকাল রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নয় বছরের একটি শিশুকে নিজ ভাড়া বাসায় ধর্ষণের চেষ্টা করা হয়।

Development by: visionbd24.com